
ছবি
কেশবতী কন্যার স্বপ্ন দেখি। রাপুনজেল আসে স্বপ্নে
টুকরো টুকরো চুল ভরেছে মেঝে বিছানা পোশাকে কসরত থাকে জীবনে,বাঁচার।ঘুরে দেখার
ভালবাসার।সব ছুঁয়ে ছেনে আমাকেই টেনে চলি
অবিরাম।বাবার দু’হাতের করতল আমার শৈশব
ক্লাস ঘর মনে মনে।মুহূর্তে কালো নরম
দুটো হাতে রাখা আমার মুখ মনে পড়ে
অথবা আমার দু’হাতে তার মুখ
…ছোট করে ছাঁটা কালো আর নরম চুল

মালিনীর সংসার
বাঁচতে চায়না ওরা এ বাড়ির উত্তর বারান্দায়
আসে বেশ বিনীত গুচ্ছ পাতার আড়ে
আড়মোড়া ভেঙে হাই তুলতে তুলতে…অসম্মান
হলে মালিনীর,ওরাও মাথা ঝুঁকিয়ে’বিদায়’
বলে।শুধু হাত ধরে কখনো বলে’চল’
সে আর হয়না তার।মায়া বড় বিষম
শব্দ।কুহকে ভরা পৃথিবী’কা তবে কান্তা…
কস্তে পুত্রা:…এসব ক্লিশে ভাবনারা ঘুরে
মরে,গাছেরা ফিরে ফিরে কথা বলে।মরে
যেতে যেতে বলে অথবা অভিযোজনে একবগ্ গা
জেদি ছেলের মত বেড়ে ওঠা ভেনেস্তারাও হাত
ধরে টানে,ওর লতানো নদীর মতো শরীর
শাখার পর শাখা ছড়ায়। মুহূর্তে বলে’তুমি
মোহনা হলে,আমি ফিরব ই,আছি সঙ্গে…থেক তুমি
মোহনা হলে,আমি ফিরব ই,আছি সঙ্গে…
