১.

প্রেশার কুকারে ভিতরে সেদ্ধ হচ্ছে মাংস

নিটোল শরীরটাকে
ভুলিয়ে ভালিয়ে আনা হয়েছে রান্না ঘরে

জবাই করার আগে আকন্ঠ খাইয়ে
ছুঁইয়ে দেওয়া হয়েছে নিদ্রাতুর জাদুর পরশ

তারপর একে একে বেড়িয়ে এসেছে
ঝাঁ চকচকে লেলিহান জিভ !
ক্লান্ত দেহ কিমা করে তুলে দিয়েছে
কুকারের হাতে

সুষম সেদ্ধ না হওয়া পর্যন্ত এখানে
বাতাসেরও প্রবেশের অনুমতি নেই

২.

বায়ুহীন ঘরের ভিতরের ইতিহাস কেও জানে না
শুধু মাঝে মাঝে শোনা যাচ্ছে
প্রেশার কুকারের নারকীয় উল্লাস ধ্বনি

৩.

আলো নিভে আসছে, প্রশ্বাসও
আগ্নেয়গিরির জ্বালামুখ তখনও সক্রিয় !
রাতের ধমনী ছিঁড়ে
ছিটকে বেড়িয়ে আসছে
চাপ চাপ রক্ত

৪.

তৈরি হচ্ছে রক্তের নদী
যেন ঋতুমতী কামাক্ষা ;

৫.

বিস্ফারিত রক্তাক্ত দুটো
করুণ চোখ তাকিয়ে আছে
তোমার দিকে , আমার দিকে,
মানুষের দিকে
সমাজের দিকে ,

অচলায়তন ভাঙতে গেলে
তোমাকেই হতে হবে গুরু

[লেখকের অন্য রচনা]

[পরম্পরা ওয়েবজিন, সেপ্টেম্বর ২৪, সূচিপত্র – এখানে ক্লিক করুন]

0 0 ভোট
Article Rating
1 Comment
Oldest
Newest Most Voted
পংক্তির ভেতর মন্তব্য
সব মন্তব্য
পার্থ সারথি বণিক
পার্থ সারথি বণিক
4 months ago

ভাল লাগল।