
ভালো থেকো
অভ্যন্তরীণ মহলের অপরাহ্নে
জন্ম নেয় কথার কোলাজ
গভীর প্রেক্ষাপটে
আড়ে বহরে গণনা করো
ঠিক ভুলের রেশিও
চোখের চরাচরে দিঘির জল
সুখের নাকি দুখের
হিসেব মেলাও অক্লেশে
ছায়াভূক রেশমি আলোয়
ভরে দিয়ে যাপন
সেতারের তারে বেঁধে রাখো সুখ
একঘেয়ে দিনলিপির পাতায়
তুমি নিজেই রচনা কর
ভালো থাকার নিজস্ব সংজ্ঞা
ভালো থেকো
ভালো থাকার চেয়ে ভালো আর কিছুই না

গভীর রাতে
গভীর থেকে গভীরতরে রাতে খসে পড়ে
সমস্ত মুখোশের অসার হরফ
জ্যোৎস্নার সরণি বেয়ে উজ্জ্বল নক্ষত্রের
অপ্রতিম মুনওয়াক
আলো ছিটিয়ে ভেসে যায় গলিঘুঁচির স্তব্ধতা
ল্যাম্পপোস্টের নিচে আঁধারে বিকিকিনি
চড়া মেকআপ আর সস্তা লিপস্টিক
রাক্ষসী মুদ্রার বিনিময়ে হাত বদল হয়
মোহিনি বসন্তসেনা
স্বৈরিণী হাওয়ায় উড়ছে ঠুনকো আবরণ
ছলকে পড়ছে বিগলিত আভিজাত্য, কপট অন্তরাল
টুকরো হতে হতে আমরাও একদিন দেখে ফেলি পলেস্তরা খসা দেওয়ালে পেরেকের আজন্ম দাগ
জয়স্তম্ভের চিড়
ম্যাকিয়াভেলির রাজপুত্র সব আলো শুষে নিয়ে
একাকী হেঁটে যান
নিঃসঙ্গ পৃথিবীর আদিম আঁধার থেকে
অনন্তের পথে
