প্রতিদিন চোখের জলে কর্তব্য মাখি
ময়দার মতো,
তারপর ফুটন্ত তেলে লুচির মতো চোখ
ফুলকো হলে ,
কেউ বলে যাও ডাক্তার দেখিয়ে নাও
কেউ বলে ঠান্ডা জলের ঝাপটা দাও,
এমনি ভাবে চোখের গল্প শেষ হয়…!
সংসার টের‍ই পায়না অন্তর অববাহিকায়
অবিরত বয়ে চলে স্বচ্ছতোয়া স্রোত!
মনের চঞ্চল পাখিটি খাঁচা চায়না
সে প্রেম চায়, উড়তে চায়, মুক্ত দিগন্তে,
এখন আমার মনে শুঁয়োপোকার বাস!
অপেক্ষায় আছি কবে গুটি ভেঙ্গে
প্রজাপতির মতো মুক্তির স্বাদ নেবো !

ইচ্ছেরা দুলছে হাওয়ায় …
বোগেনভেলিয়ার মৃত ডানায়
উড়ছে প্রজাপতি বিষন্ন …
মেঠো পথ জুড়ে ঝুমঝুম
গ্রাম্য বালিকার ঘুঙুর…
পাকা ধানের হলুদ শিষে
ডাক দিয়ে যায় নবান্ন…
নিকানো উঠোনে লক্ষ্মীর পা
ছলকে ওঠে স্বচ্ছল মুখ…!
ইচ্ছেরা দুলছে হাওয়ায়…
অগ্রহায়ণের পিঞ্জরে বিঁধছে
ঝরাপাতার হলুদ ব্যথা…!
দাঁড়াশের খোলে ধুঁকছে
কম্বল মোড়া বার্ধক্য….
আগুন পাখির গল্প নিয়ে
ইচ্ছেরাও দুলছে হাওয়ায়…

সহযোগিতার হাত বাড়াতে ওপরের ছবিতে ক্লিক করুন

[পরম্পরা ওয়েবজিন, জানুয়ারি ২৫, সূচিপত্র – এখানে ক্লিক করুন]

0 0 ভোট
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
পংক্তির ভেতর মন্তব্য
সব মন্তব্য