রেট্র-ফ্লেকশন: একটা মুহূর্ত
কার্যনির্বাহকবৃন্দ
স্বপ্ন গুলো ধূসর হচ্ছে
ভর সন্ধ্যেয় পিছনে ফেলা সর্পিল ট্রাম লাইন
হাজরা কালীঘাট হারাচ্ছে আজকের মত
কালকের খোঁজ জানিনা
হাজরা থেকে লেকমার্কেট
রোজ পাঁচবার বাদুড়ঝোলা বিনে পয়সায় রিটার্ন-ট্রিপ
কষ্ট ছিলনা
ভয়ও ছিলনা খালি পকেটে
ভাড়ার পয়সায় ভাড়া অথবা
কলেজ ক্যান্টিনে দু’টো শিঙারা
‘পেটে খেলে ঝুলে সয়’ যুক্তিটে রফা ছিল
আমার আর মেরীর
লাস্ট ট্রিপে মেরীকে ছাড়তাম
লেক মার্কেট
কালীঘাট মুখো ট্রামটায় ঝুলতে ঝুলতে অনেকটা দূর অবধি
হাত নাড়াতে দেখতাম মেরীকে
আমি এখন বেশ একা অফিস ফেরত ভিড়ে
ধুক্-ধুকে ট্রামটায়
ভাড়া মিটিয়ে,
ইচ্ছে এবং অভ্যেসে পিছনের কোচটায় …
মেরী আর ট্রাম লাইন দুটোই ঝাপসা
যতদূর চোখ যায়
ট্রাইডেন্ট আলোয় ঝাপসা হচ্ছে চেনা কলকাতা
পিছনে তাকালে …
হারাবার শব্দ ছন্দ
উদ্দিষ্ট, বা কোন ভালবাসা ছুঁতে চাইতাম—
সেই সব নিবিষ্ট সময়ে অনুভব শব্দ হ’ত, ধ্বনি হ’ত, কবিতাও হ’ত বা কখনো।
ইতিমধ্যে সে সত্য জেনেছি:
হারিয়ে যাবার জন্য সংজ্ঞেয় সরণি কিংবা নীলনক্সা নেই।
আজ আর প্রতীক্ষিত ভালবাসা নেই সম্ভবতঃ- আমার প্রেক্ষিতে।
আর তাই মনে হয় প্রার্থিত শব্দের রেখা স্পন্দন হীন,
অনুকারে শিঞ্জিনী নেই
দীর্ঘতর পথ আর স্বেচ্ছা নির্বাসনে
স্থিত মন
কোথাও কবিতা-কথা অভিমানে হারিয়েছে যেন।
[পরম্পরা ওয়েবজিন, জানুয়ারি ২৫, সূচিপত্র – এখানে ক্লিক করুন]