অবশেষে
এই যে তোমাকে মনে না রাখতে রাখতে
ভুলে গেছি
আর কিছুদিন পরে এসে
কিছুই মনে পড়বে না
এভাবেই তো ভুলে যাওয়া ভালো
বন্যার জল এসে যেভাবে
একটু একটু করে মাটি গিলে খায়
আর তারপর জল শুধু জল
তোমরা বলছ বটে, কিন্তু
ক্রমশ যতই বিকেলের দিকে এগুতে থাকি
ততই মনে হয় একটি ঘাতক
আমার সামনে উদ্যত তরবারি হাতে
আমাকে ঘুরে দাঁড়াতে হবে
স্তব্ধতার সঙ্গে আরও কিছু কথাবার্তা আছে
আরও কিছু প্রজ্ঞায় পৌঁছে যেতে বাকি
কিন্তু একটা করুণ মুখের কাছে যেন
মাথা নত হয়ে আসে
কোনো দয়াময়ীর কথা মনে পড়ে
কোথাও যেন আবহমানের দুঃখও নেই
যেখানে দু’দণ্ড চুপ করে বসে থাকা যায়
এভাবেই নিজেকে নিজে পাহারা দিতে থাকি
স্তব্ধতার সাথে একমাত্র সৎ কবিই নিরন্তর কথা বলতে পারে –
নিজেকে পাহারা দেওয়ার সতর্ক বার্তাকে উচ্চ কণ্ঠে সাধুবাদ জানাই।
খুব ভালো লাগলো আপনার কবিতার নিজস্ব আবহাওয়াকে।
বাহ্ সুন্দর