প্রস্তুতি
সময় বদলে গেলে
সবটা কি মুছে ফেলা যায়?
তবু; একান্ত চাও যদি,
একখণ্ড ইরেজার তুলে নিও হাতে।
শূন্য করে দিও অপূর্ণ ক্যানভাস!
এ
সময়
মুছে
দেবে
দিগন্তের
সাত রঙ….
এ ক দি ন !
একটা প্রস্তুতি অন্তত নিয়ে রাখা ভালো ;
হে অভিমানী সময়, তুমি কি বলো?
জাগো…
দুচোখে এখনও রক্ত ঝরানো ক্ষত
ঘন তমশার একটানা চড়াসুর…
বাতাসের ভাঁজে দায়ভার অবনত
ধু ধু লাভাপথ চিরদিনই বন্ধুর!
তবুও তোমাকে এপথেই ডাকি রোজ
হাতিয়ার ফেলে তুমিও তো দাও সাড়া
কান পেতে রাখি ঝোড়ো বাতাসের বুকে
যদি বাজে কাছে সুদিনের কড়ানাড়া?
নাও প্রস্তুতি, পরো যুদ্ধের সাজ
এই মরুপথ যুদ্ধ চাইছে আজ…!
অবুঝ বর্ম ধারণ করেছো বুকে
মিছিমিছি কাল কাটাবে অন্ধ সুখে?
তারচেয়ে এসো একবার জেগে মরি
বোবা পৃথিবীর জঞ্জাল সাফ করি!
আকাশের বুকে গুঢ় সংকেত লেখা
হাতে হাত রাখো, মুছে যাবো সীমারেখা!
সীমার ওপারে অধীর হয়েছে আলো
ঢাকো ঢাকো ক্ষত, মোছো দৃষ্টির কালো
চোখ মেলে চাও, ভাঙো ভাঙো ঘুমঘোর
জেগে ওঠো মন… সামনে নতুন ভোর!
[পরম্পরা ওয়েবজিন, ডিসেম্বর ২৪, সূচিপত্র – এখানে ক্লিক করুন]