বাসনা
বাসনা আমাকে খুন করেছে- কামহত,
যেমন ভোগের জন্য অর্থ খুঁজছি
অর্থ ভোগের জন্য যৌবন
যৌবনের জন্য সু-স্বাস্থ্য ও শরীর
শরীরের জন্য দক্ষতা ও নেতৃত্ব
নেতৃত্বের জন্য বুদ্ধি ও চাতুর্য
লোভ হিংসা হানাহানি ক্ষমতার আস্ফালন
এ এক অদ্ভুত রঙ্গমঞ্চ যার দুটো দরজা
এক দরজা দিয়ে জন্ম আর এক দরজা দিয়ে মৃত্যু
আর ঘরটা হল বাসনা
চাওয়া পাওয়ার গার্হস্থ্য যুদ্ধক্ষেত্র
সুখের আনন্দের অন্বেষণের পর্যেষণ
এইভাবে বাসনাই আমাকে মৃত্যুর দরজা পযর্ন্ত পৌঁছে দেয়।
বিষাক্ত ভিড়
আমি ভিড়ের মধ্যে নির্জনতা খুঁজছি
একজন কবিই পারে শূণ্য হয়ে ঘুরে বেড়াতে ভিড়ের ভিতরে
নিঃস্ব ও চিন্তাপ্রিয় ভবঘুরে নিজেকে হারিয়ে খুঁজতে চায়
আনন্দ বেদনা সংসারের বিতন্ডা
সবকিছু হারিয়ে বোহেমিয়ান তুমি নিবিড় সমাবেশে
অশ্বত্থামার মতো জেগে আছ
এই বিষাক্ত ভিড়ে খুনি ও রাক্ষস, ধর্ষক ও শাসক, ধর্মবনিক ও চাটুকার
শুধু কবি জানে এই ভিড়ে কিভাবে নির্জন শরীরে বিপ্লবকে বয়ে বেড়াতে হয়
কিভাবে চতুর্দিক থেকে ভেসে আসা দুর্গন্ধ ও বিষাক্ত বাতাস গিলে নিতে হয়
একমাত্র কবিই পারে ভিড়ের ভিতরে অভিমন্যুর মতো প্রবেশ করতে।
[পরম্পরা ওয়েবজিন, ডিসেম্বর ২৪, সূচিপত্র – এখানে ক্লিক করুন]