দেখ কেনে, কুন বিহান থিক্যা
এম এল এ বাবুর চ্যাঙড়া গুলান
দম্যে চুঙা ফুইকছে
বিচর চাই বিচর চাই…
আবার বুলছে কারে  ফাঁসি দিবেক
ব্যাটা ছিল্যা বিটি ছিল্যা,
ক্যাল্ল্যাই এর পারা মিছলট কইরছ্যা
খাসা বাহারট লাইগছেঁ বটে
মুদের বাহা পরবের পারা

তো মু  পার্টি বাবুটকে শুধালম
কিস্যার  বিচর ট তুরা চাইছিস বটি?
হা কি কইলি? পার্টি বাবুটকে চিনতে লারছিস?
আরে উ বাবুট…
গেল বচ্ছর ভুট পরবের সময় এসে বুললেক
ই…চাঁদের ব্যাটা,
ই ট্যাকাট রাখ কেনে,
তুকে আর ভুট দিতে যেতে হবেক লাই…

হ আইগ্যা মুই চাঁদ মাণ্ডির ছিলা
পলাস মাণ্ডি, মাঠে মুনিস খাটি।

তো উ পার্টি বাবুট বুললেক
ঘরকে যা কেনে, তু ইসব বুঝবিক লাই…
তা ঠিক বটি, মুই পলাস মাণ্ডি
গাঁ ঘরের অগা লোক…

উয়ার ভটভটি সিটি বাঁজাই চলিঞ গ্যালো…

চামনির পারা মাথাটয় সিঁধ্যাই গ্যাছ্যা
বিচরট কিসের বটে?
সেই হুরহুরিরকাল থিক্যা এখনো
বিচরট চামের চোখে দেখলম লাই গ…

প্যাটে  আমানি নাই
কাঁড়ার মতন খাটন আছে
উয়াদের পথট সানবান্দান
আর মুদের ট সেতালালা বটে।

মুদের ঘর ভাংগ্যে, ফি বচ্ছর বানভাসি
উ দিদিমনি দাদামনি আকাশ থিক্যা
হাত লাড়াই পলাইঁ যায়
উদমা লোক গুলা চদুর পারা ভাইলে থাক্যে।
মুদের কিচ্ছুটি লাই
ঘরে আগুড় লাই, পিছায় ট্যানা লাই
ল্যাখি-পড়ি  শিখ্যা নোনা নুনি গুলা
পথে বসে গলা ফাঁটাইছে,
আর লেতা বাবুর ঘরট ঝকঝকাইনছে…
ই সবের বিচারট কোনদিন হয় লাই…
পাঁজরট জুমড়া হইং গ্যাছে,
শুধু পোশাকট বদল্যায়্যা বদল্যায়্যা
ঢ্যামনা গুলান আস্যে আর যায়।

অনেক তো হল মন ভুলানি কথা,
তুদের উপরটা চাকন চিকন
ভিতরটায় পুয়াল পুজা।

তবে ইবার বুঝি মানুষ গুলান মানুষ হবার ডাক দিছ্যা
ঘরের মাইয়াগুলান আগুন লিয়ে রাত কে চিনে লিছ্যা
তুয়ার কালনাগিনগুলার পুছাটকে
কুচলাই দিবেক
তুয়ার কাঁড়াগুলান কে
রুখ্যা দিবেক
দেখতে লারছিস
ছাঁচপড়্যানএ মেয়্যে মরদ মথা তুলছ্যা
আর লাড়া রাখবেক লাই…

ইবার তুয়াদের বিচার হবেক
ইবার তুয়াদের বিচার হবেক
ইবার তুয়াদের বিচার হবেক

কান্নায় মোড়া শহর টা আজ
অস্থির সারা দিন
ভাঙা পাঁজরের টুকরো গুনছে
পথ ঘাট রাত দিন।
আঁধার রাত্রি ভেঙেছে শরীর
ভেঙেছে বিশ্বাস
তাইতো কন্ঠে কন্ঠ মিলেছে
মিলেছে নিশ্বাস
আর নয় শুধু ভীরু মৌনতা
আর নয় ফিস ফিস
প্রাচীরে প্রাচীরে অক্ষর ফোটে
জাস্টিস জাস্টিস…

উই ওয়ানা জাস্টিস
উই ওয়ানা জাস্টিস
উই ওয়ানা জাস্টিস

আর নয় শুধু মোম বাতি হাতে
বেদুইন অভিনয়
রক্তের দাগ লেগেছে আজকে
সব্বার আঙ্গিনায়
তোমার আমার হিপোক্রেসি
কফিনেতে রক্তিম
বুকে হাত দিয়ে উত্তর খোঁজো
কেনো মেয়ে ভিক্টিম?
কেনো মেয়ে ভিক্টিম?

উই ওয়ানা জাস্টিস
উই ওয়ানা জাস্টিস
উই ওয়ানা জাস্টিস

ওলিতে গলিতে শক্ত হয়েছে
দু:শাসনের হাত
দূর্বলতায় হাততালি দিই
কেয়াবাৎ কেয়াবাৎ
একা বাঁঁচবার উল্লাসে মেতে
হাজার রকম ফন্দি
সক্রেটিস আর রবীন্দ্রনাথ
ফেসবুকেতেই বন্দি
স্তাবকতা আর উপঢৌকন
উল্টে দিয়েছে ভুরু
কি করে ভাঙবে ‘বৃহন্নলা’
দুর্যোধনের উড়ু…

উই ওয়ানা জাস্টিস
উই ওয়ানা জাস্টিস
উই ওয়ানা জাস্টিস

চিতোর থেকে পার্কস্ট্রিট
রমনী শুধুই সেক্সডল
মুখোশের ভীরে ধর্ষকই দেখ
তোমার আমার আই ডল

সীতা কে আমরা পাতাল দিয়েছি
পাঞ্চালী কে লজ্জা
তবুও বেহুলা পুরষ বাঁচাতে
করেছে ভীষণ স্পর্ধা।

দগ্ধ হয়োনা পদ্মাবতী
বুকেতে আগুন জ্বালো
বিকৃত কাম, বর্বরতার
তন্ত্রে বজ্রহানো…

জাস্টিস জাস্টিস জাস্টিস
জাস্টিস জাস্টিস জাস্টিস
জাস্টিস জাস্টিস জাস্টিস…

[পরম্পরা ওয়েবজিন, সেপ্টেম্বর ২৪, সূচিপত্র – এখানে ক্লিক করুন]