
প্রস্তরখন্ড
ঈশ্বর কে দেখবে বলে ছেলেটি
পাথর কাটে প্রাণপণ;
ছেলেটি মারা যায়
আর ঈশ্বর থেকে যায় যুগ যুগান্তর –
প্রস্তরখণ্ড হয়ে
অঙ্গীরা
দূর , আরো দূর থেকে ভেসে আসে
মাদলের ধ্বনি
মাহাত পল্লীতে আঙ্গীর হবে আজ
লাল শাড়ি, খোঁপা জুড়ে গুঁজে রাখা বাহারী ফুল,
আলো আলো চারিপাশ ;
আর তারই মাঝে
বাঁশি হাতে দাঁড়িয়ে আছে কানাই
নেশা -নেশা গন্ধে রাঙানো ভুবন
সাঁওতাল মেয়েটি কূলবধু হবে আজ
সাঁওতাল মেয়েটি আজ চাঁদের দেশে দেবে পাড়ি
