ইউরোপ ভ্রমণ এর পর বেশ কিছু জায়গায় ঘুরেছি, কিন্তু
কিছু লেখার তাগিদ অনুভব করিনি। কিন্তু অরুণাচল দেখে এতই মুগ্ধ হয়েছি, ঠিক করলাম বাড়ি ফিরে লিখবো আমার বন্ধুদের জন্যে, আমার পাঠক পাঠিকা দের জন্যে।

বেড়াবার আগে কিছু গল্প থাকে! সেই প্রসঙ্গে আসি!
আগস্ট মাসের মাঝামাঝি তিলজলা পুলিশ ফাঁড়ির কাছে সিদ্ধার্থ বোসের ফ্ল্যাটে, সান্ধ্য আড্ডা সাথে ডিনার এর আমন্ত্রণ! উপস্থিত দীনেশ কাবরা ও স্ত্রী ঊষা কাবরা, মানবেন্দ্র বিশ্বাস ও স্ত্রী সুজাতা বিশ্বাস, স্বস্ত্রীক আমি। দারুন ফিশ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই এর সদ্ব্যবহার করছি। সিদ্ধার্থর স্ত্রী দেবযানীর দেওয়া কফি, চারিদিক সুগন্ধে আমোদিত করেছে, সেইসময় প্রস্তাব দিল মানবেন্দ্র,”ডাক্তার দা, চলুন অরুণাচল ঘুরে আসি”
শুনেই ঘাবড়ে গেলাম।
“না মানে ওখানে অনেক উঁচু জায়গা, খুব হাঁটতে
হবে,আর এখন বরফ পড়ছে”
দীনেশ বললো ”সব জায়গায় বরফ নেই, আর আপনি সুইজারল্যান্ড এ মাউন্ট টিটলিস গেছেন, হায়েস্ট ইউরোপের পয়েন্ট ছবি তুলেছেন, আমরা যেতে পারিনি! আপনি সব পারবেন”
… না, মানে ইদানিং ঠাণ্ডায় হাঁপানি হচ্ছে তো, তাই পারবো না! তবে তোমরা ঘুরে এসো, গল্প শুনবো!
মানব বললো “আপনি না গেলে আমরা কেউ যাব
না ঠিক করেছি “
ততক্ষণে সিদ্ধার্থ শরীর গরম রাখার হট ড্রিংক পরিবেশন করেছে, সাথে গরম চিকেন পকোড়া!
…দু চুমুক দিয়ে বললাম, ওখানে তো অনেক পারমিট এর ব্যাপার আছে, শুনেছি আলাদা জায়গা গেলে আলাদা পারমিট!
মানব বললে “সব আমার ওপর ছেড়ে দিন। ওখানে নিজেরা যাওয়ায় ভারী ঝামেলা, কোন ভাল সংস্থার সঙ্গে যাবো। তারাই সব ঠিক করবে”
এবার ঊষা জী বললেন “ডাক্তার দা, চায়না অনেক দিন ট্রাই করছে, কবে লিয়ে লেবে আর দেখতে পাবেন না! চলিয়ে চলিয়ে”

এবার গরম মাটন বিরিয়ানি প্লেটে এলো, সাথে
লম্বা মুরগি ঠ্যাং! কামড় দিয়ে শেষ অস্ত্র দিলাম,”দেখ
আমার এখন পয়সা কড়ি টানাটানি চলছে, ওতে একটু ঝামেলায় আছি!”

আমরা যাবো ২১ নভেম্বর, ফিরবো ২৯নভেম্বর। যাওয়া আসা ফ্লাইট এ গৌহাটি অব্দি। তারপর কোম্পানির কার এর ব্যাবস্থা ” মানব জানালো। আরো বললো “আমার টাকা পয়সা এখন লাগবে না, পরে দিলেই চলবে”

এর পর আর না করতে পারলাম না।
মানব কোম্পানি ঠিক করলো, এয়ার টিকেট কেটে দিল!
আমি দিন গুনতে থাকলাম, ২১নভেম্বর কবে আসবে!

২ পর্ব

অরুণাচল কে উদিত সূর্যের দেশ বলা হয়।
প্রথমে NEFA (নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি ১৯৫৪) থেকে আলাদা রাজ্য ঘোষণা হয় ২০/৭/৮৭ সালে।
তখন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী!
আয়তন,৮৩,৭৪৩ বর্গ কিলোমিটার।
পূর্বে, মায়নামার। পশ্চিমে,ভুটানের সঙ্গে বর্ডার।
উত্তরে, বিতর্কিত ১১২৯ KM বর্ডার, চায়নার অধিকৃত
তিব্বতের সঙ্গে। এই বর্ডার হোল ম্যাকমোহন লাইন।
দক্ষিণে, আসাম আর নাগাল্যান্ড।

সহযোগিতার হাত বাড়াতে ওপরের ছবিতে ক্লিক করুন

[লেখকের অন্য রচনা]

[পরম্পরা ওয়েবজিন, এপ্রিল ২৫, সূচিপত্র – এখানে ক্লিক করুন]

0 0 ভোট
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
পংক্তির ভেতর মন্তব্য
সব মন্তব্য
Dr. Sujit Kumar Das
Dr. Sujit Kumar Das
3 hours ago

পরের পর্ব পড়ার আগ্রহ রইল।