এক মুঠো আলোয় ভর করে অন্ধ রোজ কবিতা দেখে ।
শব্দরা অলঙ্কারে সাজছে…
শব্দের তীক্ষ্ণ চোখ
সব সরু গলি বড় রাস্তায় এসে মিশেছে ।
শীত কাতুরে সেঁকে নিচ্ছে উত্তাপ এর হাত ।
নিভু আঁচে ভাতের গন্ধ ছড়াচ্ছে ওম

সাঁকোটা স্থবির জুড়ছে যাপন ।
প্রেক্ষিত পেরিয়ে যাচ্ছে অনুভূতির যন্ত্রণা ।
শব্দের ঘ্রাণ ছুঁয়েছে কালের সীমা ।

কবিতা সময়ের বৃত্ত প্রেক্ষাপট জুড়ে ।

দোদুল্যমান সময় মাঝে দুহাত বাড়ানো সেতু
ক্ষীণকায়া নদীর মত শুয়ে থাক তুমি
হয়তো!অন্ধকার ঘন হলে অপেক্ষার
স্বাধীনতা বহমান হয় ।

পার হবে ভেবে সাঁতরাও আলোর যাত্রা
শুনেছ পাড় ভাঙ্গার শব্দ…
বুকের ভেতর, ঘরের ভেতর, মনের ভেতর,
চৌকাঠ ডিঙিয়ে ঢুকে পড়েছে ।
জীবন ভর করে খুলে ফেল জলের নৌকা

ডাক দাও এসো আরো একবার
বানভাসি হই জীবনের দামে

সহযোগিতার হাত বাড়াতে ওপরের ছবিতে ক্লিক করুন

[পরম্পরা ওয়েবজিন, এপ্রিল ২৫, সূচিপত্র – এখানে ক্লিক করুন]

0 0 ভোট
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
পংক্তির ভেতর মন্তব্য
সব মন্তব্য