হায় রে পথিক – বিশ্ব ঘুরে ফিরে এলে সেই একই বৃত্তে !
আসলে মানুষ যাযাবর হলেও গৃহমুখী পশুর মতন –
ঝরে যাওয়া পাতা বা বৃন্তচ্যুত ফুলের যে যাত্রা
তা মানুষ পারে না শিখে নিতে – সে বারে বারে ফিরে আসে
বৃন্তে – শাখায় – মায়ের ওমের নিভৃত আশ্রয়ে ।
চললাম – বললেই যেমন চলে যাওয়া যায় না,
ভেতরে টান বাইরে টান – কোটি কোটি নক্ষত্রের যে চলন
তার বাইরে কি ভাবে যাবেই বা মানুষ !

আমি তো তোমার হাত ধরেই আছি
তুমি দেখতে পাও না – বুঝতে পার না ।
মাটি শিকড়কে জায়গা ছাড়ে না কদাপি
বা উদ্দাম ঝড়কে আলিঙ্গন করে কি পাদপ !
আপদকে কে আর নিবিড় আশ্রয়ে বাঁচিয়ে রাখে ।
ধরে নাও এ এক সাময়িক বিকার –
যাকে এড়াতে গেলে প্রেম অনিবার্য ।
আঁকড়ে ধরলে তবু মুক্তি মিলতে পারে একদিন ।

আমি তো চাইনি নিরাপত্তা
অগোছালো জীবনে আলগোছে তুলে নিয়েছি কিছু প্রেম ।
জটিলতা পিছু ছাড়েনি আমার
কিছু খ্যাতি কিছু অখ্যাতি আর জিজ্ঞাসা –
এর বেশি আর কি চাই বল ।
দূর থেকে ভেসে আসে ছাতিমের সুবাস
তুমি চাইলেও তাকে আটকাতে পারবে না
আমি তো আমিই –
কেন নিজের মত গড়তে চাও আমাকে ।
তলে তলে ক্ষয়ে যাই আমি – তুমি জানতে পারোনা –
সত্যি বলতে কি – তুমি জানতে চাওও না।

সহযোগিতার হাত বাড়াতে ওপরের ছবিতে ক্লিক করুন

[পরম্পরা ওয়েবজিন, এপ্রিল ২৫, সূচিপত্র – এখানে ক্লিক করুন]

0 0 ভোট
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
পংক্তির ভেতর মন্তব্য
সব মন্তব্য