
কবিতা বিষয়ক
১
ভাষাবৃক্ষ আজ রোগাক্রান্ত
পাতা ঝরে যায় গো, শব্দহীন
কোলাহল আছে –
আসর বাসর কাঁসর মঞ্চ মাইক
অন্তঃসারশূন্য ভাষাবৃক্ষ
গুমরানি উঠুক সড়জের সুরে
নামুক পানীয়
ভিজে যাক ভাষার শিকড়
হে বাংলা ভাষা
তুমি কি আজও কবিতায় মগ্ন?
২
ক্রমশ অমাবস্যা ঠেলে
এগোচ্ছি কবিতার দিকে
চোখ ঝলসে উঠছে
এ যে সূর্যের চেয়েও জ্যোতির্ময়।

৩
যারা আজ পিপিলিকার মতো কবিতা পড়তে চলে গেল
তোমার খোঁয়াড়ের আমন্ত্রণে
সেই হিমশীতল সভাঘরে, শীতল কবিতা সব হাহাকার করে
স্বপ্নের সংলাপে বিলাপে
কোথাহতে এইসব অক্ষরহীন উচ্ছাস ভেঙেপড়ে নিষ্ফল ঢেউ এর মতো
জ্যোৎস্নাহীন কাব্যবাসরে
ক্রমশ বুঝে যাই নক্ষত্রমণ্ডলে যেমন সপ্ত ঋষিদের কাব্যসভা
সূর্যকান্ত সব বিজ্ঞাপন হীন
এইভাবে শতাব্দী ধরে লিখে গেছি নির্লিপ্ত আলোকিত হয়ে
তবুও শূন্য লাগ বৈদগ্ধ যাত্রা
যখনই মেলার মতো ভীড় জমে কাব্য উপত্যকায়
ভীড় জমায় বিদূষক ভাঁড় ও যাদুকর
একটা নিবিড় নিমন্ত্রণ আসবে না জানি রাজদরবার থেকে
তবুও কবিতার জীর্ণপ্রাসাদে মুগ্ধ আমি
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছি বসন্তে নিদাঘে কবিতার ঘরে
জন্ম মৃত্যুকে ছাপিয়ে কবিতাবিলাসী
তারা কি কোনোদিনও জানবে না এরপরও আছে বর্ণাঢ্য উৎসব
চরাচর জুড়ে সরস্বতী ।
