তবুও ঠিকানা পেলাম না। প্রতিদিন নতুন গন্ধ সমুদ্র শরীরে। প্রিয়
দিনলিপি যায় ঘন অন্ধকারে অজস্র ভাবনার ঢেউ আছড়ে পড়ে
বুকের পাঁজরে।

এই-ই সেই প্রেম। প্রাথমিক পাঠ বকুল বকুল গন্ধ। তারপর অতি প্রিয় হয় সব সুর ও ছন্দ। সময়ের মায়াকাননে প্রোথিত হয় বীজ। ‘চারাগাছ’ নাম নিয়ে ঘটে যায় সবুজ বিপ্লব। ধারাজলে ধুয়ে যায়
নগ্নতা ও পাপ।

সুতরাং দেখা-অদেখার নাম আকাশ কুসুম কল্পনা।

ছবি সৌজন্যঃ কুর্চি, ঋণ পিনাকী

দেবদারু বৃক্ষটিকে সমীহ করেছি
তার ঘন ডালে আমি কখনো বসিনি
শঙ্কা ভরে উড়ে গেছি সন্ত্রস্ত ডানায়।

নির্জন বাগানে শুধু একাকী ভেবেছি
সন্তর্পণে তুলে নেবো নিষিদ্ধ গোলাপ
আনত শাখায় যা ফুটে আছে –
তবুও তুলিনি!

গম্ভীর নদীর চরে একাকী ঘুরেছি
সাধ ছিল,
মাছরাঙা পাখির মতন
চঞ্চল প্রেমিক হয়ে ডুব দেবো-
অথচ পারিনি ।

[পরম্পরা ওয়েবজিন, জুন ২৪, সূচিপত্র]

0 0 ভোট
Article Rating
1 Comment
Oldest
Newest Most Voted
পংক্তির ভেতর মন্তব্য
সব মন্তব্য
জয়ন্ত চট্টোপাধ্যায়
জয়ন্ত চট্টোপাধ্যায়
7 months ago

কবিতাদুটি ভালো লাগলো।