অসংখ্যবার আমার অভিমান হয়েছে
চোখের কাছে বিরাট সাগর দেখেছি
অসংখ্যবার আমি ভিজে গেছি নিজে থেকেই
পালিয়ে আসার চেষ্টা করিনি

ভাঙা রাস্তার ফাটল বুকে নিয়ে সহস্রবার
ছুঁতে চেয়েছি বঙ্গোপসাগরের নোনা
জীবন্ত শামুক কুড়িয়ে এনেছি

বুকের কাছে তাদের দীর্ঘশ্বাস রেখে
নিতান্ত মায়ার ডুবুরি আমি
ভুলে যাই সে কথা!
অব্যর্থ বোবা হরিণের মতো বারবার ভুলে যাই
আমার প্রকৃতি…
অসংখ্যবার

শুধু সময়ের কাছে নয়
বিরূপ কোনও হৃদয়ের কারণে আমি
মহাসমুদ্রের সমস্ত রহস্য
থমকে দিতে চাই

পৃথিবীর মলিন ইতিহাসে লক্ষ লক্ষ বার
হাজারো আকাঙ্ক্ষায়
আমিই থেকেছি… অসংখ্যবার

ছবি সৌজন্যঃ কুর্চি, ঋণ পিনাকী

রবীন্দ্রনাথ আছেন! কথাটা বলতে গেলেই
দেওয়ালে চোখ ওঠে
শুকনো মালার দিকে

একটি দিন তাঁর কথা ভেবে নিলেই
যেন সব পাখিদের সুখের কাকলি

রবীন্দ্রনাথ আছেন! কথাটা বলতে গেলেই
গুঞ্জন ওঠে পাড়ার মোড়ে
বাঙালির গর্ভে জন্মেছিলেন কবি

একটি সন্ধ্যায় কয়েকটি গান
কয়েকটি সুরে আলো জ্বলে ওঠা

কবির ক্ষেত্রে
কথাটা…ব্যথার!
পা-ভাঙা পাখির মতো তিনি আছেন নিরাপদে
পাথরে, দেওয়ালে অথবা বৈশাখে

[পরম্পরা ওয়েবজিন, জুন ২৪, সূচিপত্র]

3.5 2 ভোট
Article Rating
3 Comments
Oldest
Newest Most Voted
পংক্তির ভেতর মন্তব্য
সব মন্তব্য
পল্লববরন পাল
পল্লববরন পাল
7 months ago

অমর্ত্য আমার খুব প্ৰিয় ভ্রাতৃপ্রতিম কবি।
দুটি কবিতাই অত্যন্ত ভালো।

সৌরভ হাওলাদার
সৌরভ হাওলাদার
7 months ago

রেশ রয়ে যায়

Ivy Chattopadhyay
Ivy Chattopadhyay
6 months ago

ভালো লাগলো ।